নিষিদ্ধ হলেন মেসি
প্রান্তডেস্ক:এমএলএস অল-স্টার গেমে অংশগ্রহণ না করার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। মেজর লিগ সকারে (এমএলএস) আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে সিনসিনাটির মুখোমুখি হবে মায়ামি। এই গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগ মুহূর্তে স্থানীয় সময় শুক্রবার বিকেলে এমএলএস কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানিয়েছে।
এমএলএস কমিশনার ডন গারবার সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে ফোনে জানিয়েছেন, মেসিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ছিল “খুব খুব কঠিন”। তিনি মেসির প্রতি তার গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি জানি মেসি এমএলএসকে ভালোবাসেন। এমএলএস একদমই আলাদা লিগ। এমএলএস কী, কী করতে সক্ষম, সেসব বিশ্বকে দেখাতে মেসি বছরজুড়ে সাহায্য করছেন। আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার কাছে—মেজর লিগ সকারের জন্য লিওনেল মেসির চেয়ে কেউ বেশি করেনি। সেটা শুধু মাঠের বাইরে নয়, মাঠের ভেতরেও। দর্শকেরা (তাঁর) সব ম্যাচই দেখেন। ইন্টার মায়ামির প্রতি তাঁর অঙ্গীকারকে আমি সম্মান ও প্রশংসা করি।”গারবার আরও ব্যাখ্যা করেন, “তাঁর (এমএলএস অল-স্টার গেমে) না খেলার বিষয়টি আমি বুঝি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অল-স্টার গেমে কোনো খেলোয়াড়ের অংশ নেওয়ার বিষয়ে আমাদের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম আছে এবং সেটা কার্যকর করতে হয়েছে। এটা ছিল খুব খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু আশা করি এটা মেসি এবং বাকিরা বুঝবেন এবং সম্মান করবেন। তিনি তাঁর ক্লাব, সতীর্থ ও লিগের জন্য দিনের পর দিন (মাঠে) নেমেছেন এবং তাঁর সিদ্ধান্তকে আমি সম্মান করি।”উল্লেখ্য, গত ৩০ এপ্রিল থেকে ৩৮ বছর বয়সী মেসি মায়ামির প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন। গত ১৪ জুন থেকে তিনি ৯টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৪টি ছিল ফিফা ক্লাব বিশ্বকাপে। সর্বশেষ গত ২৭ এপ্রিল মায়ামির একটি ম্যাচে মেসিকে দেখা যায়নি, তবে এরপর থেকে তিনি মায়ামির কোনো ম্যাচ মিস করেননি। আরও পিছিয়ে হিসাব করলে, গত ২ এপ্রিল থেকে মায়ামির খেলা ২৩টি ম্যাচের মধ্যে ২২ ম্যাচেই প্রতিটি মিনিট মাঠে ছিলেন মেসি। এর মধ্যে ৩৫ দিনের ব্যবধানে খেলেছেন ৯টি ম্যাচ। সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, টানা ম্যাচ খেলার ধকল সামলাতে বিশ্রাম নিতেই মেসি এমএলএস অল-স্টার গেমে খেলেননি।
গত বুধবার এমএলএস অল-স্টার গেমে লিগা-এমএক্সের একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস একাদশ। এই ম্যাচে এমএলএসের অল-স্টার একাদশে খেলার জন্য মায়ামি থেকে মেসি ও আলবা নির্বাচিত হয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, অল-স্টার গেম শুরুর প্রায় ৮ ঘণ্টা আগে এমএলএস কর্তৃপক্ষ জানায়, এই ম্যাচে মেসি ও আলবা খেলতে পারবেন না। এর কারণ হিসেবে বলা হয়েছে, মেসি ও আলবার না খেলার বিষয়টি এমএলএস কর্তৃপক্ষও দেরিতে জানতে পারে। বার্তা সংস্থা এএফপি এর আগে জানিয়েছিল, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয়, মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না। তখন এমএলএস কমিশনার গারবার বলেছিলেন, মেসি এই ম্যাচ খেলবেন না, সেটা এমএলএস কর্তৃপক্ষকে “আরও আগে জানানো উচিত ছিল।”
মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো শুক্রবার নিষেধাজ্ঞার ঘোষণা আসার আগপর্যন্ত ধরে নিয়েছিলেন, সিনসিনাটির বিপক্ষে মেসি ও আলবাকে তিনি পাবেন। সেদিন নিষেধাজ্ঞা আসার আগে মাচেরানো সংবাদমাধ্যমকে বলেছিলেন, “আশা করি সে (মেসি) দলের সঙ্গে অনুশীলন করতে পারবে এবং আগামীকালের ম্যাচে আমরা দুজনকেই পাব।”
এমএলএস অল-স্টার গেমে না খেলায় বড় কোনো তারকার শাস্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়; ২০১৮ সালে অল-স্টার গেমে না খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সাবেক ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচও এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

