নিবন্ধনের জন্য ইসিতে ট্রাকভরে কাগজপত্র নিয়ে আসছে এনসিপি
প্রকাশিত হয়েছে : ২২ জুন, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০ বার পঠিত

প্রান্তডেস্ক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে।রোববার (২২ জুন) বিকেল ৪টার দিকে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যে শর্ত পূরণ করতে তার জন্য যত কাগজপত্র প্রয়োজন তা ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে। এখন আমাদের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে আবেদনের মূল কাগজপত্র জমা দেব।
তিনি বলেন, আমরা আবেদনর মূল কপি জমা দিয়ে সবাই মিলে একটি সংবাদ সম্মেলন করবো।
নতুন দলের নিবন্ধন পেতে একটি কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয়াংশ জেলা ও ১০০ উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটির ২০০ ভোটার সমর্থনের প্রমাণ দেখাতে হয়।

