সারেগামাপা’র বিজয়ীরা কে কত টাকার পুরস্কার পেলেন?

দেয়াশিনী রায় ও অতনু মিশ্রা
প্রান্তডেস্ক: ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২৪’ মৌসুমে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন দেয়াশিনী রায় ও অতনু মিশ্রা। রবিবার (২ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় এ আসরের গ্র্যান্ড ফিনালে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ প্রতিযোগিতায় বড়দের মধ্যে প্রথম হয়েছেন দেয়াশিনী রায়। যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ময়ূরী দারানি ও সাই শাস্ত্রী। তৃতীয় হয়েছেন সত্যজিৎ দেব রায়। অন্যদিকে ছোটদের মধ্যে প্রথম হয়েছে অতনু মিশ্রা। দ্বিতীয় স্থানে আছে ঐশী চক্রবর্তী। তৃতীয় স্থানে রয়েছেন অনীক জানা, সৃজিতা চতুর্থ অবস্থানে হয়েছে।
ট্রফির পাশাপাশি সানরাইজের পক্ষ থেকে দেয়াশিনী পেয়েছেন পাঁচ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৯৪ হাজার টাকার বেশি) চেক, অতনু চক্রবর্তী পেয়েছে দুই লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭৮ হাজার টাকার বেশি) চেক। তা ছাড়াও দুই বিজয়ী যুগ্মভাবে পেয়েছেন শ্যাম স্টিলের পক্ষ ৫ লাখ রুপি, বার্জারের পক্ষ থেকে বাড়ি রং করার সুযোগসহ পিসি চন্দ্র জুয়েলার্সের সোনার গহনা এবং গ্যাসোফাস্টের পক্ষ থেকে ৫ লাখ রুপি।
অভিনেতা আবীর চ্যাটার্জি সঞ্চালিত ‘সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি ও হৈমন্তী শুক্লা। এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন— শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, জাভেদ আলী, জোজো মুখার্জি, কৌশিকী চক্রবর্তী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব চ্যাটার্জি, ইমন চক্রবর্তী ।