‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনওভাবেই দাদাগিরি বরদাস্ত করা হবে না’
বাণিজ্যিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি করার চেষ্টা হয়তো করবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কিন্তু ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্যকে যে তিনি খোলা হাতে ছাড় দেবেন না, দ্বিতীয় ইনিংসের শুরুতেই তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। প্রথম দিন দায়িত্ব নিয়েই আমেরিকার নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চতুর্দেশীয় কোয়াড-এর প্রতিবেশী রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করেন। মার্কো রুবিও কোয়াড বৈঠক দিয়ে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইনিংস শুরু করতে চলেছেন। যা তাৎপর্যপূর্ণ। এটি ঐতিহ্যগতভাবে কানাডা বা মেক্সিকোর মতো প্রতিবেশী দেশ অথবা ন্যাটো মিত্রদের সঙ্গে শুরু হওয়ার কথা। মার্কো রুবিও, ফ্লোরিডা থেকে সাবেক মার্কিন সিনেটর। চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য পরিচিত রুবিও মার্কিন ইতিহাসে প্রথম লাতিনো পররাষ্ট্রমন্ত্রী। ২০২০ সালে চীন তাকে নিষিদ্ধ করেছিল। তার আগেও একবার তিনি চীনের নিষেধাজ্ঞার মুখে পড়েন।
সূত্র : ইন্ডিয়া টুডে