শাহপরাণে যুবদলকর্মী খু ন::পরিবহন শ্রমিক নেতা রুনু মিয়া সহ গ্রেফতার পাঁচজন
প্রান্তডেস্ক:সিলেটের শাহপরাণে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী (৩০) হত্যার ঘটনায় পরিবহন শ্রমিক নেতা রুনু মিয়াসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এর মধ্যে রুনু মিয়াকে বুধবার (২৭ নভেম্বর) বিকালে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেট জেলা হিউম্যান হুলার চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি।এর আগে গত মঙ্গলবার রাতে নিহতের ভাই মোস্তফা আহমদ বাদী হয়ে শাহপরাণ থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে এলাকায় সালিশ-বৈঠকও হয়। কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি। এরই জের ধরে সোমবার রাতে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ধারালো অস্ত্রের আঘাতে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসাইন বলেন- হত্যা মামলার মূল অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।