ভুটান বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে: আমীর খসরু
প্রান্তডেস্ক:ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিলের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা বলেন।এরআগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়।
ভুটান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার প্রস্তাব দিয়েছে বলে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, আমরা বলেছি, এখানে কাজ করার সুযোগ আছে। কারণ ভুটানের হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট উৎপাদনের সক্ষমতা আছে প্রায় ৩০ হাজার মেগাওয়াটের। এখন ৫ হাজার মেগাওয়াটের উৎপাদন হচ্ছে। আরো ২৫ হাজার মেগাওয়াটের সম্ভাবনা রয়েছে৷ ভুটান থেকে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করা সুযোগ রয়েছে।
দক্ষিণ এশিয়ায়র আঞ্চলিক জোট সার্ক নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ভুটানের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে সার্ককে আমরা আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সার্ক নিয়ে শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি নাই। আগামী দিনে এই সম্ভাবনা আমরা সবাই মিলে কাজে লাগাবো।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।