প্রান্তডেস্ক:রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্বাস্থ্য উপদেষ্টার গাড়িবহর ঘিরে ধরে বিক্ষোভ করেছে ছাত্র-জনতার আন্দোলনে আহতরা। আজ বুধবার হাসপাতালটির প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটেছে। পরে কর্তব্যরত ডাক্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল ত্যাগ করেন। পরে আন্দোলনে আহতরা নিটোর সামনে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এসময় রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। পরে তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি সামনে ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান।এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে। এদিকে উপদেষ্টা চলে যাওয়ার পর আহতরা হাসপাতালটির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বলে জানা গেছে।