জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ নিহত ৯
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ২০ বার পঠিত
আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সাহসী সৈন্যদের এ আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইসলামাবাদ-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের প্রথম ১০ মাসে পাকিস্তান ৭৮৫টি জঙ্গি হামলা হয়েছে। এতে ৯৫১ জন মারা গেছেন এবং ৯৬৬ জন আহত হয়েছেন।সূত্র : আনাদোলু এজেন্সি।