‘দেশবন্ধু’ হিসেবে পরিচিত বিশ শতকের খ্যাতনামা প্রগতিশীল বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী চিত্তরঞ্জন দাশ ১৮৭০ সালের ৫ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৮৯০ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। ইংল্যান্ডের ইনার টেম্পল থেকে ১৮৯৪ সালে ব্যারিস্টার হন ‘সিআর দাশ’ হিসেবে সমধিক পরিচিত চিত্তরঞ্জন দাশ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে তিনি বিপ্লবী কর্মকাণ্ডে সম্পৃক্ত হন এবং অনুশীলন সমিতির মতো বিপ্লবী দলের সঙ্গেও যুক্ত ছিলেন। অসহযোগ আন্দোলন চলাকালে গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে আইনজীবীর পেশা পরিত্যাগ করেন। গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করলে সিআর দাশ তীব্র সমালোচনা করেন এবং কংগ্রেসের আইন পরিষদ বর্জনের নীতিরও তিনি প্রবল বিরোধিতা করেন। এসব বিরোধ নিয়ে তিনি কংগ্রেসের সভাপতির পদে ইস্তফা দেন এবং পন্ডিত মতিলাল নেহরু, হাকিম আজমল খান, আলী ভ্রাতৃদ্বয় ও অন্যদের সহযোগিতায় কংগ্রেসের অভ্যন্তরে ‘স্বরাজ দলের’ ভিত্তিস্থাপন করেন। ১৯২৩ সালে তিনি স্বরাজ দলের মুখপত্র হিসেবে সাপ্তাহিকী দ্য ফরওয়ার্ড প্রতিষ্ঠা করেন। তিনি নারী মুক্তি সমর্থন করতেন এবং নারীশিক্ষা ও বিধবাদের পুনর্বিবাহকে উৎসাহিত করতেন। মাত্র পঞ্চান্ন বছর বয়সে ১৯২৫ সালের ১৬ জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করেন।