বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আইভীর শ্রদ্ধা। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়’ স্লোগান দিতে দেখা যায় মেয়র আইভীসহ তাদের সঙ্গে থাকা উপস্থিত সকলকে। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালান করা হয়। এ সময় মেয়র আইভীর সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মেয়র আইভী দলীয় কার্যালয় থেকে বের হয়ে ২ নম্বর রেল গেইটে বঙ্গবন্ধু চত্বর পরিদর্শন করে নগর ভবনে যান। আওয়ামীলীগের প্রবীণ নেতাকর্মী ও সমর্থকরা জানান, দলের এই দুঃসময়ে মেয়র আইভী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এতে মেয়র আইভী ও অংশ নেওয়া দলীয় ত্যাগী নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নিজের বিবেকের তাড়নায় আজ ১৫ আগস্ট আমি বিধ্বস্ত হওয়া জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছি। বঙ্গবন্ধুর অবদান ও তার আদর্শ ধারণ করে আজীবন তার প্রতি শ্রদ্ধা থাকবে।’ উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন আজ। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে বিগত আওয়ামী লীগ সরকারের সময় পালন করা হত। এবার জাতীয় শোক দিবস একটি ভিন্ন রাজনৈতিক পরিবেশে পালিত হবে। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে প্রতিবেশী ভারতে গিয়ে আশ্রয় নেন। এরপর সারাদেশে বঙ্গবন্ধুর প্রায় সব ভাস্কর্য ও নামফলক ভেঙে ফেলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।