গাজায় ‘নিষিদ্ধ’ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল!
প্রান্তডেস্ক:ইসরাইল-হামাসের সংঘাত গড়িয়েছে পঞ্চম দিনে। এরইমধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। তবে গাজায় এবার ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে।
ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরা বুধবার (১১ অক্টোবর) জানিয়েছে, ইসরাইলি বাহিনী গাজার আল-কারামা এলাকায় মঙ্গলবার রাতে সাদা ফসফরাস বোমা ফেলেছে।
সাদা ফসফরাসকে একটি ‘আগ্নেয়’ অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। আন্তর্জাতিক আইন অনুসারে, বেসামরিকদের মধ্যে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে এর ব্যবহার নিষিদ্ধ।
সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, সাদা ফসফসরাস সমৃদ্ধ অস্ত্র নিষিদ্ধ নয়, তবে বেসামরিক এলাকায় এর ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়।
সাদা ফসফরাস এক ধরনের বিষাক্ত পদার্থ। এটি ফসফরাসেরই আইসোটোপ, যা অনেকটা মোমের মতো। অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে এবং উজ্জ্বল সাদা ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।