যুবলীগ-ছাত্রলীগ নেতাকে হত্যা, প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

প্রান্তডেস্ক:লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর শহরে এ বিক্ষোভ করা হয়। পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এদিকে দুই নেতাকে হত্যার প্রতিবাদে রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সদর হাসপাতাল থেকে মিছিল নিয়ে উত্তর তেমুহনী প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরসহ অনেকেই। বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিহত নোমানের ভাই বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, চিহ্নিত সন্ত্রাসী আবুল কাশেম জেহাদী পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। কাশেম আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিল। এরপর থেকে আমাদেরকে হুমকি দিয়ে আসছে।

