পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০৫ বার পঠিত
প্রান্তডেস্ক:পঙ্কজ ভট্টাচার্য (ফাইল ছবি)প্রবীণ রাজনীতিক ও ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পঙ্কজ ভট্টাচার্য ছিলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন মুক্তিযুদ্ধের সংগঠক। পরবর্তী সময়ে তিনি জাতীয় রাজনীতিতেও ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনে পঙ্কজ ভট্টাচার্য ছিলেন নির্লোভ, নিরহংকার। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’

