১০ মরদেহ মিলল ভেসে আসা ট্রলার থেকে
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৯১ বার পঠিত
প্রান্তডেস্ক:কক্সবাজারে নাজিরারটেকে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (২৩ এপ্রিল) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।মরদেহগুলো পঁচে গলে কঙ্কালে পরিণত হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পান। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাতে জেলেরা ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসেন। পরে সেখানে এনে রোববার সকালে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়।

