দেশের জনগণ দুঃসময় পার করছে : মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৯ বার পঠিত
‘
প্রান্তডেস্ক: গণমাধ্যমকে ব্যবহার করে এই সরকার দেশ ভালো আছে বলে প্রচারের চেষ্টা করছে, কিন্তু দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। দেশের জনগণ দুঃসময় পার করছে।’ শনিবার (২২ এপ্রিল) চন্দ্রিমা উদ্যানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন। বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সেখানে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়।

