উখিয়ায় পবিত্র কোরআনের ভাষ্কর্য উদ্ভোধন
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল, ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৮৮ বার পঠিত
প্রান্তডেস্ক: কক্সবাজারের উখিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদ গেইটের সামনে জেলা পরিষদের অর্থায়নে নব নির্মিত দৃষ্টিনন্দন পবিত্র কোরআনের ভাষ্কর্য উদ্ভোধন করা হয়েছে।
পবিত্র শবে কদরের নামাজ শেষে শুভ উদ্ভোধন করেন অধ্যাপক জনাব হুমায়ুন কবির চৌধুরী, প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ কক্সবাজার, মোনাজাত পরিচালনা করেন মুফতি রিদুয়ানুল কাদির, খতীব, কেন্দ্রীয় জামে মসজিদ, উখিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কবির আহমদ সওদাগর, আওয়ামী লীগ নেতা রিয়াজুল হক রিয়াজ, আবদুল হক মেম্বার, গাজী ওমর ফারুক, মাস্টার শাহজাহান, নাসির উদ্দিন বাদশা, তোফাইল আহমদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।উদ্ভোধন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উখিয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ডিসাইড ক্লাব, উখিয়া।

