গাজীপুর সিটিতে জাপার প্রার্থী নিয়াজউদ্দিন
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৯ বার পঠিত
প্রান্তডেস্ক:আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন।
সোমবার দলটি থেকে তাকে মনোনয়ন দেয়ার কথা জানিয়েছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
গত ৩ এপ্রিল গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, গাজীপুর সিটিতে ২৫ মে নির্বাচন হবে। খুলনা ও বরিশাল সিটিতে নির্বাচন হবে ১২ জুন। এরপর সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন হবে ২১ জুন।
এই পাঁচ সিটিতে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরা হলেন গাজীপুর সিটি করপোরেশনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশাল সিটিতে আবুল খায়ের আবদুল্লাহ, সিলেট সিটিতে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহী সিটিতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং খুলনা সিটিতে তালুকদার আব্দুল খালেক।
দেশের অন্যতম বিরোধীদল বিএনপি এখন পর্যন্ত পাঁচ সিটি নির্বাচনে অংশ না নেয়ার কথাই জানাচ্ছে। যদিও আওয়ামী লীগের নেতারা বলছেন, সরাসরি না এলেও বিএনপি ঘোমটা পরে হলেও সিটি নির্বাচনে অংশ নেবে।

