আগামীকাল দেশব্যাপী একযোগে ৬৫০ স্থানে অবস্থান বিএনপির
প্রান্তডেস্ক: আগামীকাল(৮এপ্রিল, শনিবার) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৬৫০ স্থানে একযোগে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দলের সাবেক সংসদ-সদস্য ও জেলার শীর্ষস্থানীয় নেতারা অংশ নেবেন। এছাড়াও উপজেলা ও থানার সংশ্লিষ্ট ইউনিটের সব পর্যায়ের নেতারা অংশগ্রহণ ও নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়ে একটি তালিকা তৈরি করা হয়েছে। দলীয় সূত্রে এ খবর জানা গেছে।এর আগে গত শনিবার সব মহানগর ও জেলা সদরে একই কর্মসূচি পালন করে বিএনপি।
বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাহী কমিটির নেতারা স্ব-স্ব উপজেলা/থানা, ইউনিয়নের কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা ও অংশগ্রহণ করবেন। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা ইউনিটকে ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা, কর্মিসভা, গণসংযোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে। পৌর ইউনিটের নেতাকর্মীদের উপজেলার কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
এর আগে গত শনিবার রাজধানীসহ সব মহানগর ও জেলা সদরে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা যুগপৎ অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। ২৪ মার্চ প্রথম রমজানে রাজধানীর ইস্কাটনে এক ইফতার মাহফিলে এসব কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

