বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত হয়েছে : ৪ এপ্রিল, ২০২৩ ১:২২ অপরাহ্ণ | সংবাদটি ৮৩ বার পঠিত
প্রান্তডেস্ক: দীর্ঘছয় ঘণ্টা পর রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট। এরপরই যোগ দেয় সেনা ও বিমান, নৌ-বাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা। দীর্ঘ ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

