মতিউর রহমানের কুশপুত্তলিকাদাহ করল ঢাবি ছাত্রলীগ
প্রকাশিত হয়েছে : ১ এপ্রিল, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৮৫ বার পঠিত
শনিবার সকাল আনুমানিক ১১.১০ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করা হয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হলেও সমাবেশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা যায়। এসময় তারা শাহবাগ মোড়ের প্রতিটি সড়কই অবরোধ করে রাখেন। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেসময় সেখানে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শয়ন ও সৈকতসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শাহবাগ মোড় ত্যাগ করে।

