ইস্তাম্বুলে নারীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৯ বার পঠিত
প্রান্তডেস্ক: তুরস্কে সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ করেছেন হাজার হাজার নারী। ইস্তাম্বুলে বুধবার যে সমাবেশ হয়েছে, সেটিকে তারা নারীবাদী নাইট মার্চ বলে অভিহিত করেছে।
বিবিসির খবরে বলা হয়, শহরের কেন্দ্রস্থলে তাকসিম স্কোয়ারে পৌঁছাতে বাধা দিলেও, মিছিলে কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি পুলিশ। যদিও এক পর্যায়ে নারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। মিছিল থেকে বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ
আন্তর্জাতিক নারী দিবসটিকে অন্যভাবে উদযাপন হচ্ছে তুরস্কে। দেশটির প্রধান বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি দিবসটি ঘিরে একটি প্রতিবেদন ছেপেছে। এতে বলা হয়, ২০২১ সাল থেকে তুরস্কে ৬০০ জনের বেশি নারী পুরুষদের হাতে নিহত হয়েছেন।