বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে বাঙ্গার নিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ
প্রান্তডেস্ক: বিশ্বব্যাংক গ্রুপের নতুন প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিবাদন জানানো হয় তাকে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রেক্ষাপটে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট পদে অজয় বাঙ্গার প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা জানিয়েছে বাংলাদেশ। বাঙ্গার অভিজ্ঞতা বিশ্বব্যাংক গ্রুপের কাজ এবং ভবিষ্যতে ইতিবাচকভাবে অবদান রাখবে বলে বিশ্বাস করে বাংলাদেশ।
বাংলাদেশসহ অনেক উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে আরো এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বিশ্বব্যাংকের অবদান বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ বিশ্বব্যাংক গ্রুপের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে বাঙ্গার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।