শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব উপলক্ষে বিভিন্ন কর্মসুচি
ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ১৮৮তম আবির্ভাব উৎসব উপলক্ষে সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে ৪ দিনব্যাপি ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- উৎসবের প্রথম দিন ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ৫টায় মঙ্গলারতি ও স্তোত্র পাঠ, সকাল ৭টায় শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, গীতা ও চন্ডীপাঠ, সকাল ৮টায় ঠাকুরের বিশেষ পূজা, হোম ও পরে মহোৎসব।
সকাল সাড়ে ৯টায় হেমেন্দ্র সূত্রধরের পরিবেশনায় যন্ত্র সঙ্গীত, সকাল সাড়ে ১০টায় আলোকিত কথামৃত পাঠচক্র, করেরপাড়া সিলেটের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি, দুপুর ১২টায় সিলেটের দেবল দাসের পরিচালনায় লীলাকীর্তন, বেলা ২টায় গোয়ালাবাজারের পঙ্কজ দেব’র পরিবেশনায় বাউলগান, বিকাল সাড়ে ৩টায় অনুর্ধ ১২ বছরের শিশু কিশোরদের সঙ্গীত ও আবৃত্তি, বিকাল সাড়ে বিকেল ৪টায় সুবিনয় রায়ের পরিচালনায় সঙ্গীতালেখ্য।
অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ‘রামকৃষ্ণ মিশনের সেবাধর্ম’ শীর্ষক আলোচনা সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজন সরকার। বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আজাদ।
আলোচনায় অংশ গ্রহণ করবেন স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার সাবেক পরিচালক ডাঃ ইহতেশামুল হক চৌধুরী দুলাল, ডাঃ কল্লোল বিজয় কর, বিকাশ রঞ্জন বিশ্বাস।
রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশণ ও বেতার ঢাকার শিল্পী রথীন্দ্র নাথ রায় এর পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান।
উৎসবের দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, দক্ষিণ সুরমার পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি। দুপুর সাড়ে ১২টায় কবিরত্ন মণি নাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় পদাবলী কীর্তন। বিকেল ৪টায় বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের প্রাক্তন ছাত্রবৃন্দের পরিবেশনায় ভজন সঙ্গীত। বিকেল ৫টায় অনিমেষ বিজয় চৌধুরী সিলেটের পরিচালনায় গীতি আলেখ্য।
সন্ধ্যা ৬টায় উপাধ্যক্ষ (অবঃ) সুষেন্দ্র কুমার পাল’র সভাপতিত্বে ‘স্বামী বিবেকানন্দ ও যুবসমাজ’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি থাকবেন এসএমপি সিলেটের পুলিশ কমিশনার নিশারুল আরিফ। বিশেষ অতিথি থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। মুখ্য আলোচক থাকবেন শাবিপ্রবি সিলেটের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়। আলোচনায় অংশ গ্রহণ করবেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর, প্রকৌশলী সুধময় দেব, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিন্হা, বিজন রায়, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, সমরেন্দ্র বিশ্বাস ও অশোক আচার্য্য প্রমুখ।
উৎসবের তৃতীয় দিন ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় প্রদীপ দে সিলেটের পরিচালনায় কালীকীর্তন। দুপুর সাড়ে ১২টায় কবিরত্ন মণি নাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় পদাবলী কীর্তন। বিকাল ৪টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিবেশনায় গীতি আলেখ্য।
সন্ধ্যা ৬টায় দিবাকর ধর রাম এর সভাপতিত্বে ‘নারী জাগরণে শ্রীমা সারদা’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি থাকবেন অযাচক আশ্রম কুমিল্লা’র অধ্যক্ষ ডাঃ যুগল ব্রহ্মচারী। মুখ্য আলোচক থাকবেন মদন মোহন সরকারি কলেজ সিলেটে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্বাণী অর্জুন। আলোচনায় অংশ গ্রহণ করবেন সরকারি মহিলা কলেজ সিলেটের অধ্যক্ষ (অবঃ) অধ্যাপক শামীমা চৌধুরী, এমসি কলেজ সিলেটের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পান্না বসু, সহকারী অধ্যাপক মনিকা রাণী বণিক।রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন শোভা ভৌমিক, প্রণতি ভট্টাচার্য, প্রভাতী দাস দুলু, সুমনা আজিজ, মুন্না দত্ত, জয়া দাশ, প্রিয়াঙ্কা ভৌমিক, সুদীপ্তা পাল শিউলী, জয়ীতা তালুকদার তিথি প্রমুখ।
উৎসবের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় পদ্মিনী রায় ইমনের পরিবেশনায় গীতি আলেখ্য। বেলা সাড়ে ১১টায় নাট্যম সঙ্গীত বিদ্যালয় কাজলশাহ সিলেটের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি। দুপুর ১টায় কবিরত্ন মণি নাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় রামায়ণ গান। বিকেল ৪টায় প্রণতি ভট্টাচার্য্য সিলেটের পরিবেশনায় গীতি আলেখ্য।
সন্ধ্যা সাড়ে ৫টায় এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য’র সভাপতিত্বে ‘যত মত তত পথ’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান। সভায় প্রধান অতিথি থাকবেন সিলেটের সুনাগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সম্মানীত অতিথি থাকবেন সিলেটস্থ ভাতীয় দূতাবাসের সহকারী হাই-কমিশনার নীরাজ কুমার জায়শাল। মুখ্য আলোচক থাকবেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ফতেহাবাদ চট্টগ্রামের তত্ত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ। আলোচনায় অংশ গ্রহণ করবেন ইমাম প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, সিলেট ক্যাথালিক ধর্ম প্রদেশ, বিশপ শরৎ ফ্রান্সিস গমেস্, বৌদ্ধ বিহার সিলেটের অধ্যক্ষ স্বাশী সংঘানন্দ থেরো প্রমুখ।
রাত ৮টায় নীলাঞ্জন দাস টুকুর পরিচালনায় ও কথাকলি সিলেটের পরিবেশনায় নাটক অনুষ্ঠিত হবে।
৪ দিনব্যাপী বার্ষিক উৎসবে বৃহত্তর সিলেটের সকল শ্রীরামকৃষ্ণ ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।(প্রেস বিজ্ঞপ্তি)