গণ-অভ্যুত্থানে শহীদ : ৮ মরদেহের ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম সম্পন্ন

প্রান্তডেস্ক: আন্তর্জাতিক প্রোটোকল মেনে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয়ের শহীদদের মরদেহ শনাক্তে কাজ করছে সিআইডি। এরইমধ্যে কবর থেকে তোলা ৮টি মরদেহের ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে।
আজ এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
এর আগে গত রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে মরদেহ তোলা শুরু হয়।
এক প্রশ্নের জবাবে জসীম উদ্দিন খান বলেন, প্রথম দিন রবিবার (৭ ডিসেম্বর) দুইজনের মরদেহ কবর থেকে তুলে ডিএনএ সংগ্রহ এবং পোস্টমর্টেম সম্পন্ন করা হয়। পরদিন অর্থাৎ সোমবার (৮ ডিসেম্বর) ৪টি এবং আজ মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল থেকে এখন পর্যন্ত ২টি মরদেহ কবর থেকে তুলে ডিএনএ সংগ্রহ ও পোস্টমর্টেম করা হয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ বলেন, আন্তর্জাতিক প্রোটোকল মেনে জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয়ের শহীদদের লাশ তোলা হবে।
মরদেহ তোলা থেকে পুনরায় দাফন পর্যন্ত নির্দিষ্ট ধাপে সব কার্যক্রম করা হবে জানিয়ে সিআইডি প্রধান বলেন, আবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত হয়েছে, যা বাস্তবে কমবেশি হতে পারে। মৃতদেহ তোলার পর পোস্টমর্টেম, স্যাম্পল/টিস্যু সংগ্রহ, ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় সম্মান বজায় রেখে আবার পুনরায় দাফন করা হবে।

