চট্টগ্রাম বন্দর :এনসিটি পরিচালনা নিয়ে হাইকোর্টে বিভক্ত রায়
প্রান্তডেস্ক:চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া-সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন।
তবে জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি ফাতেমা আনোয়ার রুল খারিজ করে বৈধতা দেন। ফলে বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন। এর আগে গত ২৫ নভেম্বর শুনানি শেষে রায়ের জন্য ৪ ডিসেম্বর দিন রেখেছিলেন হাইকোর্ট।
পরে রিটকারী পক্ষের আইনজীবী কায়সার কামাল বলেন, ‘হাইকোর্টে বিভক্ত রায়ের পর এই অবস্থায় কাজ চালিয়ে যাওয়া নৈতিক হবে বলে আমি মনে করি না। যেহেতু জ্যেষ্ঠ বিচারক রুল অ্যাবসোলিউট করেছেন, সেহেতু তৃতীয় বেঞ্চের রায় পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন।’
আদালতে রিট আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
চট্টগ্রাম বন্দরের এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া-সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিটটি করেন। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।

