ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সরকার ও পিটিআই
ছবি : রয়টার্সপ্রান্তডেস্ক:সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি গণমাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের অসুস্থতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও বৃহস্পতিবার সরকার ও পিটিআই বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছে। বর্তমানে আদিয়ালা কারাগারের একান্ত সেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ‘সম্পূর্ণ সুস্থ আছেন’ বলে জানানো হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না মেলায় এদিন কারাগারের বাইরে অবস্থান নেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি। দায়িত্ব নেওয়ার পর অষ্টমবারের মতো দলের কারাবন্দি নেতার সঙ্গে আফ্রিদির দেখা করার চেষ্টা এটি।ইমরানের আইনজীবী, চিকিৎসক বা পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ দেওয়া হয়নি।
এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ও তাকে উচ্চ নিরাপত্তার কারাগারে স্থানান্তরের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যার খবর প্রকাশ করে জাপানি একটি পত্রিকা ও বিবিসি। সকাল থেকেই সামাজিক মাধ্যমে ‘ইমরান খান কোথায়?’ হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে।
পিটিআইয়ের বিবৃতি অনুযায়ী, ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে তার বাবা যে জীবিত তার প্রমাণ ও আদালতের নির্দেশমতে সাক্ষাৎ ও ‘অমানবিক বিচ্ছিন্নতা’ অবসানের আহ্বান জানান।পিটিআই কেন্দ্রীয় তথ্যসচিব ওয়াকাস আকরাম বলেন, ‘ভারত-আফগানিস্তান থেকে বিভিন্ন ভুয়া খবর ছড়ানো হয়েছিল। সেগুলো আমরা অস্বীকার করেছি। সরকার ইমরান খানের ক্ষতি করতে পারে না।’

