আজ গণসঙ্গীত শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী প্রয়াণ দিবস
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৪২ বার পঠিত
“প্রান্তডেস্ক:সত্য যে কঠিন, কঠিনেরে ভালো বাসিলাম”—জেনেশুনে কঠিনকে ভালোবেসে ছিলেন সত্যিকার জীবনের জন্য, সকলের আলোকিত আগামীর জন্য।যার কথা বলছি তিনি আর কেউ নন তিনি আমাদের সবার প্রিয়জন ” গণসঙ্গীত শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী “।তিনি জানতেন ফুল খেলবার সময় নয় এখন–সময় এখন যুদ্ধের এবং সেই অসমযুদ্ধের ময়দানে জীবনকে বাজি রেখেছিলেন দ্বিধাহীন ভাবে।আদর্শিক যুদ্ধ তিনি পরাজিত হননি হয়ছিলেন বেঁচে থাকার যুদ্ধে।২০১১ সালের আজকের দিনে অর্থাৎ ১৯ নবেম্বর ভবতোষদা, সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন অসীমের পানে।
আজ ভবতোষ দার চতুর্দশ প্রয়ান বার্ষিকীতে
নাট্যজন শংকর সাওজালের সাথে সুর মিলিয়ে বলতেই পারি
” দুই হাতে নিরন্তর বাজুক
জাগরণের লড়াকু মাদল বিশ্বময়—
নিশিদিন মুক্তির বারতায়।
ভবদা চিরঞ্জীব হোন
জীবনে জীবন গড়া
জীবনের মুক্ত মেলায়।”
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি গণসঙ্গীত শিল্পী কমরেড ভবতোষ চৌধুরীকে।
কমরেড ভবতোষ চৌধুরীরা চিরঞ্জীব অমর।

