আজ গণসঙ্গীত শিল্পী, গণসঙ্গীত রচয়িতা কমরেড শ্রীকান্ত দাশের ১৬ তম প্রয়াণ দিবস
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৩ বার পঠিত
প্রান্তডেস্ক:অত্যন্ত নীরবে চলে গেল ভটিবাংলার কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ‘কমিউনিস্ট নেতা, গণসঙ্গীত শিল্পী, গণসঙ্গীত রচয়িতা কমরেড শ্রীকান্ত দাশের ১৬ তম প্রয়াণ দিবস।২০০৯ সালের ১৯ নবেম্বর কমরেড শ্রীকান্ত দাশের নশ্বর জীবনের পরিসমাপ্তি ঘটে।শ্রীকান্ত দাশ সিলেট বিভাগের প্রথম ব্যক্তি যিনি মৃত্যু পর চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য মরণোত্তর দেহ দান করে গেছেন।তিনি দেহদান করেই তাঁর কর্তব্য শেষ মনে করেন নাই।তিনি তাঁর পরিবারকে উদ্ভুদ্ধ করেছেন তার মৃত্যুর পর দেহটি যাতে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিতে।
এখানেই কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন অন্য অনেকর চেয়ে অগ্রসর। দেখাগেছে অনেকে – এই ধরনের ইচ্ছা পোষণ করলেও মৃত্যুর পর পরিবার’ বিভিন্ন কারনে এই কাজটি সম্পাদন করেন’না। রক্ষনশীলতা, গোঁড়ামি, সহ নানাবিধ কারনে। কিন্তু শ্রীকান্ত দাশ তাঁর পরিবারকে তাঁর দর্শনে দীক্ষিত করতে পেরেছিলেন বলেই এই দেহদানটি সুচারুরূপে সম্পাদিত হয়েছে।আজ কমরেড শ্রীকান্ত দাশ (দাদু) ‘র ১৬ তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ।কমরেড শ্রীকান্ত দাশ চিরঞ্জীব।

