সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে
প্রান্তডেস্ক:আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসী তিন নেতা এম এ মালিক, মোহাম্মদ কয়সর আহমেদ ও সওকত হোসেন।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। তিনি জানান, বাকি পাঁচটি আসনের প্রার্থীও শিগগির ঘোষণা করা হবে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে এম এ মালিক, সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমেদ (মিঠু), মৌলভীবাজার-২ আসনে সওকত হোসেন (সকু), মৌলভীবাজার-৩ আসনে নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে মো. মজিবর রহমান চৌধুরী, হবিগঞ্জ-২ আসনে আবু মনসুর সাখাওয়াত হাসান (জীবন), হবিগঞ্জ-৩ আসনে জি কে গউস এবং হবিগঞ্জ-৪ আসনে এস এম ফয়সাল মনোনয়ন পেয়েছেন। তবে সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫ এবং হবিগঞ্জ-১ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সিলেট-৩ আসনে মনোনীত এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আর সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী মোহাম্মদ কয়সর আহমেদ যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক। দুজনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। এছাড়া মৌলভীবাজার-২ আসনে প্রার্থী হওয়া সওকত হোসেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য।

