সিলেটে ফের ভূমিকম্প,
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৮ বার পঠিত

প্রান্তডেস্ক:এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় অনেকে টের পাননি।
এক সপ্তাহ আগে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূতি হয়। এসময় বাংলাদেশসহ দেশের ৬টি দেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে।ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মায়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়।

