সোমবার থেকে যাদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামছে পুলিশ
বর্তমানে সিলেটের অন্যতম প্রধান আলোচিত বিষয় অবৈধ যানবাহন উচ্ছেদ অভিযান। মহানগরীরকে যানজট মুক্ত রাখতে এবং চুরি ছিনতাই প্রতিরোধে সম্প্রতি সিলেটের পুরিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী-পিপিএমন পরিবহন মালিক শ্রমিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অবৈধ যানবাহনের বিষয়ে পরিস্কার বক্তব্য রেখেছেন।
তিনি জানিয়ে দিয়েছিলেন, ২২ সেপ্টেম্বরের পর সিলেট মহানগরীতে কোনো অবৈধ যানবাহন চলতে পারবেনা। চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একদিন পরেই সোমবার। পুলিশ প্রশাসনও আছে তাদের আগের অবস্থানে। অবৈধ যানবাহন বলতে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র, ইনসিউরেন্স, ড্রাইভিং লাইসেন্সহীন চালকদের সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে তারা সোমবার থেকে মাঠে নামবেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম সিলেটভিউকে বলেন, সোমবার থেকে অবৈধ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান শুরু হবে।তিনি এ ব্যাপারে সবার সহযোগীতা চেয়েছেন।



