রাস্থাটি চলা ফেরা অনুপোযুক্ত
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৩৬ বার পঠিত
প্রান্তডেস্ক:সিলেট মহানগরীর মদিনামার্কেট হতে শাহজালাল বিজ্ঞানওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা টি এখন জনগনের চলাচলেরা অনুপোযুক্ত।রাস্তা দিয়ে এলাকার ছাত্রছাত্রীদেরস্কুলকলেজে যাওয়া, অসুস্থ জনগনের চিকিৎসকের দারস্থ হওয়া প্রায় বন্ধ। সিলেট সিটিকোর্পরেশনকর্তৃপক্ষ ও জেলাপ্রশাসক বরাবরে রাস্থাটি মেরামতে আবেদন করেওকর্তৃপক্ষ কোন ব্যবস্থাগ্রহন করেনি। এলাকাবাসীকে জীবনের ঝুকিনিয়েচলাচল করতে হচ্ছে।রাস্থাটি দ্রততম সময়ের মধ্যে মেরামতকরতে জনগন কর্তৃপক্ষর নিকট জোর দাবী জানাচ্ছেন।


