‘চলচ্চিত্রনায়ক’ সালমান শাহর ৫৪তম জন্মদিন আজ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত
সংগৃহীত ছবিপ্রান্তডেস্ক:ঢালিউডের ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর আজ ৫৪তম জন্মদিন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা।
সালমান শাহ মাত্র ২৫ বছর বয়সে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে তিনি ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটিয়ে দর্শক হৃদয়ে অমোচনীয় ছাপ রেখেছিলেন।
তার অভিনয় দক্ষতা এতদূর বিস্তৃত যে মৃত্যুর বহু বছর পরও তার খ্যাতি আজও আকাশছোঁয়া। সালমান শাহ-পরবর্তী সময়ে ঢালিউডে যে নায়করা এসেছেন, তারা স্বীকার করেছেন যে সালমান শাহই তাদের প্রধান অনুপ্রেরণা ছিলেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।
এ ছাড়া বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন। চলচ্চিত্রে তার সর্বশেষ কাজ ছিল ‘বুকের ভেতর আগুন’ এবং তিনি চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সবচেয়ে বেশি, মোট ১৩টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।সালমান শাহর অবদান ও জনপ্রিয়তা আজও ঢালিউডের জন্য এক স্বীকৃতি ও অনুপ্রেরণার উৎস।

