প্রান্তডেস্ক:সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে শঙ্কা ছিলো প্রবল। সেই শঙ্কার মেঘ প্রথম দফায় কেটে গেছে গতকালের বোর্ড সভায় নেওয়া নির্বাচন সংক্রান্ত ইতিবাচক সিদ্ধান্তে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে মনস্থির করেছে বিসিবির বর্তমান পর্ষদ। এবার সেই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে দেশের এই সাবেক অধিনায়ক বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা (বিসিবি) ইলেকশন করবো এবং ইনশাল্লাহ প্রপার ইলেকশনই করবো। এখানে (বিসিবিতে) সভাপতি ইলেকশন হয় না, ডিরেক্টরের (পদে) ইলেকশন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করবো যেভাবেই হোক বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করার জন্য।’
এর আগে গত ২৮ আগস্ট বিসিবি সভাপতির চলতি মেয়াদ শেষের দেশের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন বুলবুল। তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত যে ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।’
গতকাল সিলেটে বোর্ড সভা শেষে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানান, আগামী মাসের (অক্টোবরের) প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে। তিন সদস্যের একটি নির্বাচন কমিশন এই নির্বাচনের নির্দিষ্ট তারিখ ও অন্যান্য প্রক্রিয়া নির্ধারণ করবেন।