হবিগঞ্জ বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত
প্রান্তডেস্ক:আগামী ৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। একই সঙ্গে ভোটার তালিকায় অসঙ্গতি থাকলে সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আগামী দুুই দিনের মধ্যে তারেক রহমান সম্মেলনের নতুন তারিখ ষোষনা করবেন বলে জানিয়েছেন।
এর আগে দুপুর আড়াই টা থেকে রাত ২ টা পর্যন্ত গুলশান কার্যালয়ে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়কদের নিয়ে দুদফা সভা করে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘ আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমলিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাম্মী আক্তার ও সদস্য শেখ সুজাতসহ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়করা উপস্থিত ছিলেন।

