ঢাবিতে ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ
প্রান্তডেস্ক:জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। রোববার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
সংগঠনটির বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ফজলু পাগলার দুই গালে, জুতা মারো তালে তাল’, ‘কন্ঠে আবার লাগা জোর, ফজলু পাগলার কবর খুঁড়’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভে বক্তব্য দেন বাগছাসের সদস্য সচিব জাহিদ আহসান। তিনি অভিযোগ করে বলেন, ফজলুর রহমান শেখ হাসিনার ভাষায় কথা বলে জুলাই অভ্যুত্থানকে অবমাননা করেছেন। তিনি আন্দোলনকারীদের কালো শক্তি বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, আগেও একাধিকবার একই ধরনের মন্তব্য করেছেন, কিন্তু দলের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তব্য শেষে সংগঠনের নেতাকর্মীরা ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগে তার কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।


