জাকসু ও হল সংসদ নির্বাচন: দুই দিনে ৩২৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
প্রান্তডেস্ক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে দুই দিনে ৩২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭টি এবং হল সংসদের জন্য ২৪১টি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।
তিনি জানান, ১৮ ও ১৯ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকলেও সোমবার রাতেই সময়সীমা একদিন বাড়ানো হয়। তবে বুধবার আখেরি চাহার সোম্বা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করা যাবে এবং বিকেল ৪টার মধ্যে জমা দেওয়া যাবে।
কেন্দ্রীয় ও হল সংসদের যেকোনো পদে মনোনয়নপত্রের মূল্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। এরপর ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং ৩০ এপ্রিল ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছিল ৩১ জুলাই। পরে কয়েক দফা পিছিয়ে আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।

