আজ কমরেড আফরোজ আলী’র ৩য় মৃত্যুবার্ষীকী
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৩৯ বার পঠিত
প্রান্তডেস্ক:আজ ২৪জুলাই বাংলাদেশে সাম্যবাদী দল(এম-এল)’র কেন্দ্রীয় কমিটির সদস্য,সিলেটজেলা শাখার প্রাক্তন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কমরেড আফরোজ আলী’র ৩য় মৃত্যুবার্ষীকী ।কৃষক,শ্রমিক,মেহন্তি মানুষের অকৃত্রিম বন্ধু কমরেড আফরোজ আলীকে স্বশ্রদ্ধ চিত্তে স্মরন করছে ” সিলেটপ্রান্ত” এবংকমনা করছে তাঁর বিদেহী আত্মার পরমশান্তি।

