প্রান্তডেস্ক:ঢাকাই সিনেমার ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কিংবদন্তি চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। তাকে হারানোর চার বছর পূর্ণ হয়েছে এ বছর এপ্রিলে। ২০২১ সালে ‘দুই জীবন’ এর নায়িকা পাড়ি জমান অনন্তলোকে। আসছে ১৯ জুলাই তার ৭৫তম জন্মবার্ষিকী।
কবরীর ৭৫তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। ১৯ থেকে ২১ জুলাই কবরী অভিনীত তিনটি চলচ্চিত্র ছাড়াও চ্যানেল আইয়ে থাকছে আরও বিভিন্ন আয়োজন, এমনটাই জানিয়েছে টেলিভিশনটির অনুষ্ঠান বিভাগ।
জানা যায়, ১৯ জুলাই ‘মাসুদ রানা’, ২০ জুলাই ‘বধূ বিদায়’ এবং ২১ জুলাই কবরী অভিনীত ‘বিনিময়’ চলচ্চিত্র দেখানো হবে চ্যানেল আইয়ের পর্দায়।
চলচ্চিত্রের পাশাপাশি তিন দিনব্যাপী সম্প্রচারিত হবে কবরী অভিনীত চলচ্চিত্রের গান নিয়ে ‘এবং সিনেমার গান’, ২০ জুলাই বিকেল ৫টা ৫০ মিনিটে আবদুর রহমান-এর গ্রন্থনা ও উপস্থাপনায় কবরীর শেষ সাক্ষাৎকার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘কিউট সাময়িকী’। ২১ জুলাই মৌসুমীর উপস্থাপনায় অভিনেত্রী কবরীর পঞ্চাশ বছরের অভিনয় জীবন নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘অভিনেত্রীর পঞ্চাশ বছর’ প্রচারিত হবে দুপুর ১২টা ৫ মিনিটে, পরিচালনায় আবদুর রহমান। সাদামাটা বালিকা মিনা থেকে হয়ে উঠেছিলেন বাংলার কবরী। কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন শুধু অভিনয় গুণ দিয়ে। ১৯৬৪ সালে সবেমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রী থাকা অবস্থায় যুক্ত হয়েছিলেন সিনেমায়। তখন আর কত বয়স! স্কুল, পড়াশোনার বাইরে একটু-আধটু নাচ করেন! অথচ সেই সময়েই প্রখ্যাত পরিচালক সুভাষ দত্তের আবদার, তাকে অভিনয় করতে হবে চলচ্চিত্রে! মায়ের অনিচ্ছা, কিন্তু বাবার আছে সমর্থন! সেই শুরু। ‘সুতরাং’ দিয়ে! আর পেছনে ফিরতে হয়নি। চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় পা রেখেই মিনা হয়ে ওঠেন কবরী! নতুন নাম, নতুন কাজ, নতুন চ্যালেঞ্জ!
এরপর একে একে হীরামন, সুজন সখী, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময়, আগন্তুক সহ জহির রায়হানের তৈরি উর্দু ছবি ‘বাহানা’ এবং ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ছবি ‘তিতাস একটি নদীর নাম’-এ দুর্দান্ত অভিনয় করে একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন কবরী। চলচ্চিত্রের মানুষের কাছে ‘মিষ্টি মেয়ে’! ষাটের মাঝামাঝি থেকে সত্তর ও আশির দশক মাতিয়ে রেখেছেন তিনি। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র পরিচালনাতেও সুনাম কুড়িয়েছেন কবরী। রাজনীতিতে নাম লিখিয়েও পেয়েছেন সফলতা। একবার হয়েছেন সংসদ সদস্য।
অসুস্থ হওয়ার ক’দিন আগেই কবরী শেষ করেন তার পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং।