প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ জ্যোতি বসুর জন্ম ১৯১৪ সালের ৮ জুলাই কলকাতায়। তার বাবার নাম নিশিকান্ত বসু ও মা হেমলতা বসু। তাদের পরিবারের আদি নিবাস ছিল তৎকালীন ঢাকা জেলার সোনারগাঁয়ে। ম্যাট্রিকুলেশন পাস করার পর ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। গ্র্যাজুয়েশন শেষে ১৯৩৫ সালে আইন বিষয়ে উচ্চ শিক্ষার্থে তিনি যুক্তরাজ্যে গমন করেন। মিডল টেম্পল থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের পর ১৯৪০ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। ভারত ভাগের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিনিধি নির্বাচিত হন। ১৯৬৭ সালের যুক্তফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী হন। ১৯৭৭ সালের ২১ জুন শপথ নেন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে। ১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম বিবেচিত হলেও তিনি পার্টির সিদ্ধান্তে সেই পদ প্রত্যাখ্যান করেন। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে ২০০০ সালে অবসর নেন। এরপর ২০১০ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন।