হাসিনার লুটপাটকে থিম করে ‘গণলুটতন্ত্রী’ পোস্টার প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই, ২০২৫ ২:০০ অপরাহ্ণ | সংবাদটি ৩৩ বার পঠিত

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার প্রকাশ করা হয়েছে জুলাইয়ের ৫ থেকে ৮ নম্বর পোস্টার।
স্বৈরশাসক শেখ হাসিনার লুটপাটকে থিম করে ‘গণলুটতন্ত্রী’ শিরোনামে আঁকা এসব পোস্টার প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে।
প্রকাশিত এ পোস্টারের পোস্টে বলা হয়েছে, ‘আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে’- মুখে এই কথা বলে বলে স্বৈরশাসক শেখ হাসিনা ফেনা তুলে ফেললেও ভেতরের চিত্র কি ছিল এটা এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক।’