সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার আর নেই
প্রকাশিত হয়েছে : ২২ জুন, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৪২ বার পঠিত
মো. আব্দুল গাফ্ফার। ছবি: সংগৃহিত
প্রান্তডেস্ক:সিলেট জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল গফফার আর নেই।
রোববার বেলা দেড়টায় নগরের মাউন্ট এডোরা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেট জেলা বারের আইনজীবী মঈনুল হক বুলবুল রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান। আব্দুল গাফফার সিলেট জেলা বারের সিনিয়র সদস্য। তিনি সিলেটের পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেন।
আব্দুল গাফ্ফার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।