ইসরায়েলি বাহিনীর দাবি :ইরানে ক্ষেপণাস্ত্র ছোড়ার তিন কেন্দ্রে হামলা, কমান্ডার নিহত

প্রান্তডেস্ক:ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার তিনটি কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কেন্দ্রে থাকা ইরানের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ওই তিন কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগমুহূর্তে হামলা চালানো হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।
তাদের দাবি, কেন্দ্রে থাকা কমান্ডার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হামলায় তিনি নিহত হন।
এদিকে ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন । এই স্টেশন তেল আবিব থেকে বিরসেবা–ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ ।
এক বিবৃতিতে বিরসেবা পৌরকর্তৃপক্ষ বলেছে, উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে বিরসেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্কসংকেত বেজে ওঠে। সূত্র : আল-জাজিরা