রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ার মীমাংসা হতে পারে আজ : আলী রীয়াজ

প্রান্তডেস্ক:রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া এবং ক্ষমতার পরিসর নিয়ে আলোচনার শুরুতেই একটি সমঝোতায় পৌঁছনোর চেষ্টা করবে জাতীয় ঐকমত্য কমিশন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দ্বিতীয় পর্বের আলোচনার শুরুতে এ কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।আলী রীয়াজ বলেন, ‘আমাদের হাতে সময় কম। যত দ্রুত সম্ভব সবাইকে একমত হয়ে জুলাই মাসের মধ্যে “জুলাই সনদ” চূড়ান্ত করতে হবে।কমিশনের অনেক সীমাবদ্ধতা আছে। এসবের মধ্যেও আলোচনা ফলপ্রসূ করতে সবার সাহায্য প্রয়োজন। যেসব বিষয়ে আজো সমঝোতা হবে না, সেগুলো নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসা হবে।’
আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের আলোচনায় যে বিষয়গুলো থাকছে, তার মধ্যে অন্যতম হলো—প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ।বিএনপির পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এনসিপির হয়ে রয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।আর জামায়াতের প্রতিনিধি হিসেবে আছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সূত্র : ইউএনবি