স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

প্রান্তডেস্ক:বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ বুধবার (১৮ জুন, ২০২৫) সন্ধ্যা ৬টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে তিনি সরাসরি বসুন্ধরা আবাসিক এলাকার এই হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বেগম জিয়ার হাসপাতালে যাওয়া উপলক্ষে এভার কেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।