মাধবপুরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
.png)
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুমাইয়াকে ফেলে রেখে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরে নরসিংদী পৌঁছার আগেই তার মৃত্যু হয় এবং রাতেই মরদেহ বাড়িতে আনা হয়।
মাধবপুর থানার পরিদর্শক মো. কবির হোসেন গনমাধ্যম কে বলেন, মেয়েটির পরিবারের প্রতিপক্ষের লোকজনই এ ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
দুপুরে হাসপাতাল মর্গে গিয়ে দেখা যায়, নিহত শিশুটির স্বজনরা আহাজারি করছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।