স্ট্রোক ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য আশার আলো: চিন্তাকে শব্দে রূপ দেবে নতুন প্রযুক্তি

প্রান্তডেস্ক:মস্তিষ্কে যা ভাবছেন, তা সরাসরি শব্দ বা বাক্যে রূপ দেওয়ার পথে বড় সাফল্য পেয়েছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা। সিডনির ইউনিভার্সিটি অফ টেকনোলজি (UTS)-এর গবেষকরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি তৈরি করছেন, যা মানুষের মস্তিষ্কের তরঙ্গ বিশ্লেষণ করে চিন্তা থেকে শব্দ তৈরি করতে পারে।
গবেষণায় দেখা যায়, যখন ড. লেওং মুখে একটি শব্দও উচ্চারণ না করে ১২৮টি ইলেকট্রোডযুক্ত ইইজি ক্যাপ পরেন, তখন এআই সিস্টেমটি ‘I am jumping happily, it’s just me’—এই বাক্যটি তৈরি করতে সক্ষম হয়।
নন-ইনভেসিভ প্রযুক্তি, নিউরালিংকের মতো নয়
ইলন মাস্কের নিউরালিংক প্রকল্পের সঙ্গে এর মিল থাকলেও এই গবেষণা একেবারেই নন-ইনভেসিভ বা অস্ত্রোপচারবিহীন। প্রফেসর লিন বলেন, ‘আমরা খুব সূক্ষ্মভাবে শব্দের অর্থ বুঝতে পারছি না, কারণ যেহেতু আমরা মস্তিষ্কের সেই নির্দিষ্ট জায়গায় ঢুকতে পারি না, যেটি শব্দ বিশ্লেষণ করে।’
তবে গবেষকরা বলছেন, এই প্রযুক্তির সম্ভাবনা অনেক বিস্তৃত। বিশেষ করে স্ট্রোক আক্রান্তদের পুনর্বাসন, অটিজমে আক্রান্ত শিশুদের ভাষা বিকাশ এবং পক্ষাঘাতগ্রস্তদের জন্য যোগাযোগের নতুন দিগন্ত খুলে দিতে পারে এটি।
বিশ্বজুড়ে গবেষণা ও অগ্রগতি
বিশ্বজুড়ে বাড়ছে এআই ও ইইজি প্রযুক্তির সম্মিলিত প্রয়োগ। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিগহ্যাম-এর গবেষকরা এমন একটি এআই টুল তৈরি করেন, যা ঘুমের সময় মস্তিষ্কের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করে বছরখানেক আগেই মানসিক অবক্ষয়ের পূর্বাভাস দিতে পারে।
একটি গবেষণায় দেখা যায়, এই এআই মডেলটি ৮৫ শতাংশ সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করেছে কারা মানসিক অবক্ষয়ের শিকার হবেন, যার সামগ্রিক নির্ভুলতা ছিল ৭৭ শতাংশ।
সূত্র: এনডিটিভি।