জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক কমিটির সঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ

প্রান্তডেস্ক:জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক কমিটির দুই সদস্য ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্সের (ডব্লিউজিইআইডি) ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জনাব মো. রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে গুম কমিটির প্রতিনিধিদলের বাংলাদেশে জোরপূর্বক নিখোঁজ হওয়া অর্থাৎ, গুম হওয়া ইস্যু মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপসমূহের প্রশংসা করেন। তাঁরা বিশেষভাবে আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (ICPPED)-এ বাংলাদেশের যোগদানের বিষয়টি স্বাগত জানান। এছাড়া, নিখোঁজ সংক্রান্ত তদন্ত কমিশনের কাজ এবং প্রতিশ্রুতি নিয়েও তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, চার দিনের সফরে গতকাল রোববার ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক কমিটির দুই সদস্য। প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, গুমসংক্রান্ত কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তাঁরা নীতিবিষয়ক আলোচনায়ও অংশ নেবেন। সফরকালে ১৮ জুন তাঁরা ঢাকা ছাড়বেন।