ঢাকা থেকে সিলেটের দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা ও জাকিরুল আলম জাকির। ছবি সংগৃহিত
প্রান্তডেস্ক:গতকাল১৫জুন(রোববার) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সিলেটের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির।গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঢাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা আছে কি না জানতে চাইলে ওসি বলেন, তাদের আমাদের কাছে হস্তান্তরের পর বিস্তারিত বলতে পারবো।