সিলেটে দুইজনের করোনা সনাক্ত, একজন আইসিইউতে
প্রান্তডেস্ক:সিলেটে আবারও করোনা ছড়িয়ে পড়ছে। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে দুজন আক্রান্ত হয়েছেন।আক্রান্তরা বর্তমানে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের তথ্য অনুযায়ী, আক্রান্ত দুজনের একজন নারী ও অন্যজন পুরুষ। গুরুতর অসুস্থ পুরুষ রোগীর বয়স ৮০ বছর।জানা গেছে, একজন রোগী শুক্রবার এবং অন্যজন রোববার হাসপাতালে ভর্তি হন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘আক্রান্তদের একজনের বাড়ি সুনামগঞ্জে এবং অপরজন সিলেট নগরীর বাসিন্দা। তবে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
তিনি আরও জানান, ‘সবাইকে সতর্ক থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ভিড় এড়িয়ে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।’
জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা।